ব্লগার নিলয় হত্যাকাণ্ড: দুই আসামি ৮ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার,
462
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলামের আদালতে সাদ আল নাহিয়ান ও মাসুদ রানাকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (পূর্ব) পরিদর্শক মাহবুবুর রহমানের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত প্রত্যেকের জন্য আট দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নাহিয়ানকে উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে ও মাসুদ রানাকে মিরপুরের কালশী এলাকা থেকে আটক করা হয়। নাহিয়ান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা। আটককৃতরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ও নিলয় হত্যার ঘটনায় জড়িত বলে পুলিশ দাবি করেছে। গত ৭ই আগস্ট দুপুরে নিলয়কে রাজধানীর গোড়ানের ভাড়া বাসায় ঢুকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় তার স্ত্রী আশামণি অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

K. A. Rahim Sablu