রাজন হত্যা: ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট
প্রকাশিত হয়েছে : ৭:৪৭:৩৩,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩১৩ বার পঠিত
সিলেট প্রতিনিধি,
শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়েছে। আজ বিকালে মামলার তদন্ত কর্মকর্তা এ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার রহমতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। জেলার কুমারগাঁওয়ের একটি গ্যারেজ থেকে ৮ই জুলাই ভ্যানগাড়ি চুরির অভিযোগে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছর বয়সী রাজনকে। নির্যাতনকারীরা শিশুটির নির্যাতনের চিত্র মোবাইল ফোনে ধারণ করেন। সে ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়।