অবশেষে মায়ের কোলে শিশু সুরাইয়া
প্রকাশিত হয়েছে : ৭:৫২:১৮,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩১১ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
জন্মের ২৩ দিন পর অবশেষে মায়ের কোলে ফিরলো মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়া। শিশু সন্তানকে কোলে নিয়ে হাসি ফুটলো মায়ের মুখে। সন্তানকে বুকে নিয়ে ঘুমানোর অপেক্ষায় থাকা মা নাজমা বেগমের অপেক্ষার পালা শেষ হলো। আজ দুপুরে সুরাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) থেকে নিয়ে পুরাতন ভবনের কেবিনে চিকিৎসাধীন মা নাজমা বেগমের কোলে তুলে দেন চিকিৎসকেরা। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বেশ কয়েকজন চিকিৎসক।
মেয়েকে কাছে পেয়ে নাজমা বেগম সবার উদ্দেশে বললেন, দোয়া করেন, মেয়ে যেন আমার সুস্থ থাকে। সুরাইয়ার চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ হাসিনা বলেন, জীবনে প্রথম মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুকে চিকিৎসা দিতে হয়েছে। সবার চেষ্টায় সুরাইয়াকে তার মায়ের কোলে তুলে দিতে পারলাম। তিনি আরও বলেন, আল্লাহর রহমতে শিশুটি এখন আশঙ্কামুক্ত বলা চলে।
উল্লেখ্য, গত ২৩শে জুলাই মাগুরার দোয়ারপাড়ে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে গর্ভের সন্তানসহ গুলিবিদ্ধ হন নাজমা খাতুন। এসময় নাজমার চাচা শ্বশুর মোমিন ভূঁইয়াও গুলিবিদ্ধ হন। তিনি একদিন পর মারা যান।