শেয়ারবাজার কারসাজি, দুজনের জেল-জরিমানা
প্রকাশিত হয়েছে : ৮:৪৪:১৪,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৪৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ওয়েলডিং ইলেকট্রোডের (বিডি ওয়েলডিং) শেয়ার কারসাজির দায়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল ইসলাম ও ‘ডেইলি ইন্ডাস্ট্রি’ পত্রিকার সম্পাদক এনায়েত করিমকে ৩ বছর করে কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে উভয়কে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দেয়া হয়। জরিমানার ওই অর্থ আদায় হলে ও সরকার চাইলে তা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে বন্টন করতে পারে বলে রায়ে বিচারক উল্লেখ করেছেন। সোমবার পুঁজিবাজার মামলা নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হুমায়ুন কবীর এ আদেশ দেন।
রায়ে আরও বলা হয়, সৌদির আল-আওলাদ গ্রুপ বাংলাদেশ ওয়েলডিং-এ বিনিয়োগ করবে বলে মিথ্যা তথ্য প্রকাশ করে আসামিরা। আর এই বিনিয়োগ নিয়ে গ্রুপটির সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ হয়েছে বলে উল্লেখ করে। কিন্তু সৌদিতে আল-আওলাদ গ্রুপ নামে কোন কোম্পানির অস্তিত্ব পাওয়া যায়নি। এ ছাড়া আসামিরা যোগসাজশ করে নিজেদের মধ্যে ই-মেইল আদান-প্রদান করে সৌদির আল-আওলাদ গ্রুপের নাম প্রচার করে।