‘নির্বাচন দিয়ে ত্যাগ স্বীকারের প্রমাণ দিন’
প্রকাশিত হয়েছে : ৮:৪৬:২০,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩২০ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
দেশের স্বার্থে জনগণের স্বার্থে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত,প্রধানমন্ত্রী শেখ হাসিনার এরকম বক্তব্যকে সাদুবাদ জানিয়ে বিএনপির মুখপাত্র ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন- খুব বেশি ত্যাগ স্বীকার করতে হবে না। দেশের চলমান সংকট উত্তরণে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিন। বিরোধী দল ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনায় বসুন। অবাধ নিরপেক্ষ নির্বাচন দিলে শেখ হাসিনার রাজনৈতিক পরাজয় ঘটবে না। তার এই ত্যাগের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। জনগণের শ্রদ্ধা পাবেন। দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই। বিরোধীদলও সংসদের নির্বাচিত নয়। মেকি সংসদ নিয়ে বেশিদিন চলা যায় না। এছাড়া সরকারের নৈতিক কর্তৃত্ব না থাকায় সারাদেশে খুনোখুনির পরিস্থিতি চলছে। আশাকরি প্রধানমন্ত্রী এ বিষয়টি অনুধাবন করবেন। চাঁদপুরের কচুয়ায় শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের উপর যুবলীগের হামলার নিন্দা জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, এধরণের ঘটনা কোন সভ্য দেশে ঘটেছে বলে আমার জানা নেই। আগে চাঁদাবাজি হতো ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহন সেক্টরে। কিন্তু এখন শিক্ষাপ্রতিষ্ঠানেও চাঁদাবাজিতে নেমেছে সরকার দলীয় নেতাকর্মীরা।
তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। এরকম পরিস্থিত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ থেকে উত্তরণের জন্য দ্রুত একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম আবদুল হালিম, এম এ কাইয়ুম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল হক নাসির প্রমূখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।