হাজারীবাগে কিশোর হত্যার আসামি ছাত্রলীগ নেতা ক্রসফায়ারে নিহত
প্রকাশিত হয়েছে : ১১:২২:৫২,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৩৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
রাজধানীর হাজারীবাগে চুরির অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যার প্রধান আসামি ছাত্রলীগ নেতা মো. আরজু র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গতরাতে বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব সূত্র জানিয়েছে, সোমবার রাতে কিশোর রাজা হত্যার প্রধান আসামি মো. আরজুকে আটক করা হয়। এরপর তাকে নিয়ে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযানে গেলে বেড়িবাঁধের কাছে বাড়–ইবাড়ি এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে আরজু নিহত হন। নিহত আরজু হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি।