মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ: এক আসামি ক্রসফায়ারে নিহত
প্রকাশিত হয়েছে : ১১:৩৬:৪০,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ২৯২ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
মাগুরায় আওয়ামী লীগ সমর্থক দুই পক্ষের সংঘর্ষে মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আসামি মেহেদী হাসান ওরফে আজিবর শেখ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গত রাতে ১টার জেলা শহরের দোয়ারপাড় এলাকায় বন্দুকযুদ্ধে আজিবর নিহত হন। নিহত আজিবর পৌর ছাত্রলীগের কমিটির সদস্য ছিলেন।
মাগুরার পুলিশ সুপার এহসান উল্লাহ সাংবাদিকদের বলেন, সোমরার আজিবরকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নিয়ে অন্য আসামিদের ধরতে অভিযান চালালে তার সহযোগীরা দোয়ারপাড় এতিমখানা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে আজিবর শেখের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। উল্লেখ্য, গত ২৩ জুলাই গুলিবিদ্ধ নাজমার দেবর কামরুল ভূইয়ার সমর্থকদের সঙ্গে এলাকার আধিপত্য নিয়ে জেলা শহরের দোয়ারপাড়া এলাকায় সংঘর্ষ বাধে আজিবর ও মোহাম্মদ আলীর সমর্থকদের। এতে কামরুলের চাচা মোমিন ভূইয়া নিহত ও ভাবি নাজমা গুলিবিদ্ধ হন। নাজমার গর্ভস্থ সন্তানও গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিয়ে সারা দেশে নিন্দার ঝড় বয়ে যায়। গুলির দাগ নিয়ে ভূমিষ্ঠ শিশুটি এখন আশঙ্কামুক্ত। মা ও মেয়ে দুজনেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।