শিশু হত্যাকারীরা রেহাই পাবে না: ওবায়দুল কাদের
প্রকাশিত হয়েছে : ৩:০৭:১২,অপরাহ্ন ১৯ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৩৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অবুঝ শিশু হত্যা ও অন্তঃস্বত্ত্বা নারীর উপর হামলাকারীরা রেহাই পাবে না। বুধবার আয়োজিত এক শোকসভায় তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, অপরাধী যেই হোক, যে সংগঠনের হোক, এমনকি যত প্রভাবশালীই হোক, তাকে শাস্তি পেতেই হবে। শেখ হাসিনার সরকার এই বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
তিনি বলেন, অন্তঃস্বত্ত্বা নারী ও অবুঝ শিশুদের ওপর হামলা শুধু অমানবিক ও জঘন্যই নয়, মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনাও বটে। কিন্তু বঙ্গবন্ধু পরিবারের ওপর এমন ন্যাক্কারজনক ঘটনার পরও কেউ কোন প্রতিবাদ করেনি।
সড়ক ও সেতুমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর হলেও বঙ্গবন্ধু হত্যা মামলার যেমন বিচার হয়েছে, শেখ হাসিনা বেঁচে থাকলে ২১ আগস্ট গ্রেনেড হামলারও তেমনি বিচার হবে।
২১ আগস্ট গ্রেনেড হামলা ও হামলায় নিহতদের স্মরণ এবং হামলাকারী ও হামলার ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই শোক ও প্রতিবাদ সভায় আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি চিত্রনায়ক ফারুক খান।