হজ যাত্রীদের জন্য রবি’র ডাটা রোমিং সুবিধা
প্রকাশিত হয়েছে : ৩:৩৪:১৬,অপরাহ্ন ১৯ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩১২ বার পঠিত
হজ যাত্রীদের জন্য মাসিক এবং দৈনিক ডাটা রোমিং প্ল্যান নিয়ে বিশেষ হজ্ব রোমিং অফার চালু করেছে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। “সহজ এবং সাশ্রয়ী” আর্ন্তজাতিক রোমিং অফারের আওতায় হজ যাত্রীরা এ প্যাকেজ সুবিধা উপভোগ করতে পারবেন।
হজ রোমিং অফারের আওতায় রয়েছে সৌদি আরব থেকে সৌদি আরব ও সৌদি আরব থেকে বাংলাদেশে প্রতি মিনিট ১৫ টাকায় আউটগোয়িং এবং বাংলাদেশে থেকে প্রতি মিনিট ১৬ টাকায় ইনকামিং কল সুবিধা। এই অফারের আওতায় প্রতিটি এসএমএস’এ ১৫ টাকা থেকে কমিয়ে ৬ টাকা নির্ধারন করা হয়েছে। গ্রাহকরা একটি অনন্য ট্যারিফের পাশাপাশি দুটি সহজ ডাটা প্ল্যান থেকে পছন্দমতো একটি বেছে নিতে পারবেন। তবে ডাটা প্ল্যানটি শুধুমাত্র রবি’র পোস্ট-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে।
হজ্ব যাত্রীরা *১৪০*১০*৪# ডায়াল করে সাশ্রয়ী রোমিং কলরেটের মাসিক আনলিমিটেড ডাটা প্ল্যানটি চার হাজার টাকায় পেতে পারেন। একমাসেরও বেশি সময় ধরে সৌদি আরবে অবস্থানকারী হজ যাত্রীদের জন্য অফারটি উপযোগি। এছাড়া যাত্রীরা *১৪০*১০*৩# ডায়াল করে দৈনিক আনলিমিটেড ডাটা প্ল্যান নিতে পারেন। একই কলরেটে “নো ইউজ নো পে” সুবিধায় প্রতিদিন ৮০০ টাকায় এ সেবাটি পাওয়া যাবে।
বিস্তারিত: www.robi.com.bd/en/going-abroad/hajj-roaming ঠিকানায়।