মেয়েকে উত্ত্যক্ত: প্রতিবাদ করায় মাকে হত্যা
প্রকাশিত হয়েছে : ৩:৫৫:০৫,অপরাহ্ন ১৯ আগস্ট ২০১৫ | সংবাদটি ২৮০ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করার সিরাজগঞ্জের তাড়াশে মাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে দক্ষিণ সীমান্তের ভাত্রা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, নিহত খুশি (৪২) তার মেয়ে আমিনাকে তিন বছর আগে বিয়ে দিয়েছে। আমিনা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসলে পাশের বাড়ির হানিফ তাকে উত্ত্যক্ত করত। গত ঈদেও আমিনা বাড়িতে আসলে হানিফ তাকে উত্ত্যক্ত করে। এই বিষয় নিয়ে দুই পরিবারের সাথে বিরোধ চলছিল। এছাড়া বাড়ির সীমানা নিয়েও তাদের মধ্যে বিরোধ চলছিল। আজ গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা জমা দিয়ে বাড়ি ফেরার সময় হানিফের স্ত্রী নিরালা (৩৫) লাঠি দিয়ে খুশির ঘাড়ে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় নিরালা ও তার ননদ রহিমাকে (৪৫) আটক করেছে পুলিশ।
রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিল।