‘দেশে এসে দাওয়াত খেতে খেতে অনেক মুটিয়ে গেছি’
প্রকাশিত হয়েছে : ১১:২২:০৮,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৩৮ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
ঢালিউডের অন্যতম সেরা অভিনেত্রী শাবনুর বছরের অর্ধেক সময় থাকেন দেশে, অর্ধেক সময় অস্ট্রেলিয়ায়। মা হবার কারণে বড় একটা সময় অস্ট্রেলিয়ায় থেকে রোজার ঈদের আগে দেশে আসেন সন্তানকে নিয়ে। আছেন এখনো। তবে কোরবানীর ঈদের আগেই চলে যাবেন অস্ট্রেলিয়া। তার ফাঁকে কয়েকদিন শুটিং করলেন বদিউল আলম খোকন পরিচালিত ‘পাগল মানুষ’ ছবির। শুটিং-এর ফাঁকে ফাঁকে চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক এবং সাংবাদিকদের সময় দিয়েছেন। কথা বলেছেন মন খুলে। এখন আগের চেয়ে অনেকটাই সামাজিক হয়েছেন শাবনুর। নিমন্ত্রণ পেলে সব অনুষ্ঠানেই যাবার চেষ্টা করেন। ১৬ই আগস্ট ছিল চলচ্চিত্রের কিংবদন্তি তারকা সোহেল রানার ২৫তম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে একটি অনুষ্ঠান হয়েছে উত্তরা ক্লাবে। শাবনুর এসেছিলেন সেখানে। এসেই সহজাত আড্ডায় মেতে উঠলেন। আড্ডায় উঠে আসলো অনেক কথা। কিছু কথা আলাদাভাবে বললেন মানবজমিন-এর সঙ্গে। সেগুলো সাক্ষাৎকার আকারে তুলে ধরেছেন মোহাম্মদ আওলাদ হোসেন
অস্ট্রেলিয়া যাচ্ছেন কবে?
ঈদের আগেই। রোজার ঈদ দেশে করেছি, কোরবানীর ঈদটা অস্ট্রেলিয়ায় করবো। সেখানে আমার ভাইবোন, তাদের পরিবার আছে। তাদের সঙ্গেই কোরবানীর ঈদটা করবো।
অনেক দিন পর শুটিংও করলেন, কেমন লাগলো?
ভালই লেগেছে। কারণ ছবিটা অনেকদিন যাবৎ আটকে ছিল পরিচালকের মৃত্যুজনিত কারণে। এবার দেশে এসেই সেটা শেষ করে দিলাম। এফডিসিতে অনেকদিন পর শুটিং করতে এসে অনেক আপনজনের সঙ্গে দেখা হয়েছে। আমি শুটিং করছি জেনে অনেকেই এসেছেন দেখা করতে। দেখা হয়েছে, আড্ডা মেরেছি। খুবই মজায় মজায় সময়টা কেটে গেছে।
আপনার অন্যান্য ছবির খবর কি?
মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনইতো প্রেম হয়’ ছবির কাজ শেষ। নজরুল ইসলাম খানের ‘স্বপ্নের বিদেশ’ এর কোন কাজ বাকি নেই। মোস্তাফিজুর রহমান বাবুর ‘অবুঝ ভালবাসা’র শুটিং আটকে আছে প্রযোজকের মৃত্যুর কারণে। এই ছবির প্রযোজনা সংস্থা চাইলেই যেটুকু শুটিং বাকি আছে করে দেবো।
নতুন ছবির অফার কি এর মধ্যে পেয়েছেন?
বেশ কিছু ছবির অফার পেয়েছি। কিন্তু গ্রহণ করতে পারিনি। দেশে এসে দাওয়াত খেতে খেতে অনেক মুটিয়ে গেছি। একটু কমে নেই তার পরেই নতুন ছবির কাজ করবো।
কমতে কি পারবেন?
কেন পারবো না। ইচ্ছা করলেই পারবো। আসলে আমি খুবই অলস। দেশে থাকলে দাওয়াত খাই আর ঘুমাই। অস্ট্রেলিয়ায় থাকলে এমনিতেই অনেক কমে যাই। এরপর যখন আসবো তখন পুরোপুরি ফিট হয়ে আসবো।
বর্তমান সিনেমার অবস্থা কেমন দেখলেন?
ভালই তো। ভাল সিনেমার দর্শক এখনো আছে সেটাতো এবারের ঈদ থেকেই সবাই দেখতে পারছে। যতœ করে সিনেমা বানালে দর্শক অবশ্যই দেখবে।
নতুন যারা এখন কাজ করছেন, তাদের উদ্দেশে কিছু বলবেন?
একটা কথাই বলবো, পরিশ্রম করো, অভিনয়কে ভালবাসো। আমরাও একদিন নতুন ছিলাম। কঠোর পরিশ্রম করে একটা অবস্থান তৈরি করেছি। পরিশ্রমের কোন বিকল্প নাই। নতুনদের বলবো, যাই করো, মন দিয়ে করো, ভালবেসে করো। কাজকে ভালবাসলে দর্শক তোমাদের ভালবাসবে। দর্শকের ভালবাসা ছাড়া শিল্পী জীবন মূল্যহীন।