আশা ব্যস্ত নাটকে পিয়া বিপাশা চলচ্চিত্রে
প্রকাশিত হয়েছে : ১১:২৬:২৪,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৫০ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
আশা-পিয়া বিপাশা, মিডিয়ায় এই সময়ের সম্ভাবনাময়ী দুই তন্বী অভিনেত্রী। সম্পর্কে তারা দুই বোন। আশা ভিট তারকা আর পিয়া বিপাশা ২০১২ সালের লাক্স প্রতিযোগিতায় শীর্ষস্থানে গিয়েও শেষমেশ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। দুই বোনই মিডিয়াতে কাজের শুরু থেকে বিজ্ঞাপনে মডেলিং এবং টিভি নাটকে অভিনয় করেন সমানতালে। তবে আশা এখন বেশি ব্যস্ত টিভি নাটকে এবং পিয়া বিপাশা হাঁটছেন তার স্বপ্নের ভুবন চলচ্চিত্রের আঙিনায়। বিভিন্ন সময়ে আশা বিভিন্ন চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেলেও ব্যাটে-বলে কখনও মিলেনি বলে তার এখনও এ মাধ্যমে কাজ করা হয়ে ওঠেনি। তবে পিয়া বিপাশা শুরু থেকেই চেষ্টা করে আসছেন চলচ্চিত্রে কাজ করতে। তার সেই স্বপ্ন পূরণের পথেই তিনি এগিয়ে চলেছেন। এরই মধ্যে পিয়া বিপাশা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শুভাশীষ রায় পরিচালিত ‘কাটুস কুটুস’ দেশের বিভিন্ন স্থানে প্রদর্শিত হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সায়েম জাফর ইমামী পরিচালিত ‘রুদ্র দ্য গ্যাংস্টার’। এতে তার বিপরীতে আছেন এ বি এম সুমন। এরই মধ্যে পিয়া বিপাশা চুক্তিবদ্ধ হয়েছেন বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ এবং রকিবুল আলম রকিব পরিচালিত ‘মনের রাজা’ চলচ্চিত্রে। চলচ্চিত্র দুটির মধ্যে রাজনীতিতে তার বিপরীতে রয়েছেন শাকিব খান এবং মনের রাজায় জায়েদ খান অভিনয় করবেন। আসছে শনিবার ‘মনের রাজা’র মহরত হবে। ১লা সেপ্টেম্বর থেকে ‘রাজনীতি’র শুটিং শুরু হবে। এছাড়া কথা চলছে আরও কয়েকটি নতুন চলচ্চিত্রে অভিনয়ের। এদিকে আশা গত ঈদে এশিয়ান টিভিতে প্রচারিত দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘টার্গেট ০০৭’-এ অভিনয় করে বেশ আলোচনায় আসেন। পাশাপাশি এসআই নিরবের পরিচালনায় ‘প্যারা ক্যাপসুল’ টেলিছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়। ঈদের পর আশা ব্যাংকক গিয়েছিলেন বেড়াতে। চলতি সপ্তাহেই তিনি দেশে ফিরেছেন। শিগগিরই তিনি আসছে ঈদের জন্য নাটক ও টেলিফিল্মে কাজ শুরু করবেন।
আশা বলেন, আমি সবসময় খুব বেশি বেশি কাজ করার পক্ষপাতি নই। ভালো কাজ কম হলেও ভাল। তাই আমি বেশিরভাগ সময়ই গল্প ভাল, চরিত্র ভাল এমন কাজই বেশি করি। টানা কাজ করতে হবে এমন কোন কথা নেই। পিয়া বিপাশা বলেন, সবার দোয়া এবং সহযোগিতায় এখন আমি চলচ্চিত্রে কাজ করছি। আমার বোন আশা এ ব্যাপারে আমাকে খুব উৎসাহ দেন। আমি নিজেকে চলচ্চিত্রে প্রতিষ্ঠিত করতে চাই। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি আমি। আমাকে নিয়ে যারা চলচ্চিত্র নির্মাণ করছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।