ঈদের ছয় নাটক নিয়ে ডিএ তায়েব কক্সবাজারে
প্রকাশিত হয়েছে : ১১:২৮:০৩,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৩৬ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
আসছে ঈদুল আজাহায় ৬টি নাটকের শুটিং নিয়ে কক্সবাজারে ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব। নাটকগুলো হলো- ‘জার্নি টু কক্সবাজার’, ‘অশরীরী’, ‘বিবাহবার্ষিকী’, ‘রুম নাম্বার ২২২’, ‘ফুল ওয়ালী’, ‘সমুদ্রের নোনা জল’। রচনায় আছেন ওমর ফারুক, জুয়েল কবির, সূর্য বৃত্ত সূর্য, মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। পরিচালনায় আছেন মো. এমদাদুল হক খান এবং জি এম সৈকত। এই ছয়টি নাটকেরই মূল চরিত্রে অভিনয় করছেন ডিএ তায়েব। নাটকগুলোতে তার বিপরীতে অভিনয় করবেন মৌসুমী হামিদ, অহনা, অনন্যা অনু। এছাড়া আরও থাকবেন সাব্বির, খালেদা আক্তার কল্পনা, ঝুনা চৌধুরী, তানভিরসহ আরও অনেকেই। ছয়টি নাটকের মধ্যে একটি প্রতিষ্ঠান চারটি ও অন্য আরেকটি প্রতিষ্ঠান দুটি নাটক প্রযোজনা করছে।