কাইলি জেনারকে নিয়ে হৈ চৈ
প্রকাশিত হয়েছে : ১১:৩০:৪০,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৬৫ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
একসঙ্গে এত লোভনীয় অফার। ভাবা যায়! শুনলে অবাক হবেন অনেকেই। বলা হচ্ছে আমেরিকান রিয়েলিটি স্টার কাইলি জেনারের কথা। ১৮ বছরে পা দিয়েছেন কিছুদিন আগে। অ্যাডাল্ড হিসেবে নানামুখী প্রস্তাব পাওয়ারই কথা। পেয়েছেনও। ১০ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব। চাট্টিখানি কথা নয়। তবে এ প্রস্তাব কোন অনুষ্ঠান সঞ্চালনার জন্য নয়। প্রেমিকের সঙ্গে সেক্স টেপ রেকর্ডের। ভিভিড এন্টারটেইনমেন্ট নামের একটি কোম্পানির মারফত এ প্রস্তাবটি আসে কাইলির কাছে। সমপ্রতি ফোনের আলাপনে তাকে জানানো হয়। তবে বিষয়টি চেপে রাখতে পারেননি কাইলি। জানাজানি হতে লেগেছে কয়েক মুহূর্ত। আর তাতেই হৈচৈ পড়ে যায় পুরো মার্কিন মুল্লুকে। জানা গেছে, ভিভিড এন্টারটেইনমেন্ট প্রস্তাব দেয়ার পাশাপাশি কাইলিকে আরও বেশি জনপ্রিয় করে তোলার নিশ্চয়তা দিয়েছে। এদিকে ব্যাঙ ইউ লেটার নামের আরেকটি কোম্পানি তাকে আরও বেশি অর্থ দেয়ার কথা বলেছে। তারা ২২ মিনিটের একটি পর্নো ভিডিও বানানোর জন্য এক দশমিক আট মিলিয়ন ডলার দেবে বলে জানিয়েছে কাইলিকে। বয়ফ্রেন্ড টাইগাকে নিয়েই তারা ভিডিওটি নির্মাণ করবে।
তবে এ বিষয়টি চাউর হতেই মুখে কুলুপ এঁটেছেন কাইলি। কারোর সঙ্গে এখন পর্যন্ত কোন কথা বলেননি তিনি। সামনে দুটো আকর্ষণীয় অফার। কোনটি গ্রহণ করবেন তা নিয়ে কি ভাবনায় পড়লেন কাইলি। এমনই গুঞ্জন চলছে তাকে ঘিরে। উল্লেখ্য, কাইলির আগে কিম কার্দাশিয়ানের সেক্স টেপ বানিয়েছে ভিভিড এন্টারটেইমেন্ট। তার প্রেমিক গায়ক অভিনেতা রে জে’র সঙ্গে নির্মিত ওই পর্নো ভিডিওটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল সে সময়।