শরীয়তপুরের পৌর মেয়রসহ ৯ জন কারাগারে
প্রকাশিত হয়েছে : ১১:৫৩:১৪,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৫ | সংবাদটি ২৪৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
শরীয়তপুর পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি আ. রব মুন্সিসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আঙ্গারিয়া উচ্চবিদ্যালয়ের জমি বিক্রির টাকা আত্মসাতের দায়ে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আসামিরা গতকাল শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আতাউর রহমানের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের প্রার্থনা করলে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণ ও কোর্ট সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া উচ্চবিদ্যালয়ের রেকর্ডভুক্ত উত্তর মধ্যপাড়া মৌজার ৪৩৮নং খতিয়ানের ২০, ২১, ২৭ ও ২৮ নং দাগের ৩ দশমিক ৭১শতাংশ জমি যার বর্তমান বাজার মূল্য ৪ কোটি ৫৭ লাখ ৪২ হাজার ৪৪৫ টাকা। উক্ত জমি আঙ্গারিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল ২০১২ সালের ২২ ও ২৩শে সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিক্রির জন্য দরপত্র আহ্বান করে। মাত্র ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান নামমাত্র মূল্য দেখিয়ে দরপত্র দাখিল করে। ওই তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্য থেকে জে. সরদার করপোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কতিপয় কর্মকর্তা যোগসাজশে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে প্রকৃত মূল্যের চেয়ে ২ কোটি ৪৮ লাখ ২৩৭ টাকা কম মূল্যে মাত্র ১ কোটি ৫০ লাখ টাকায় পানির দরে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনোয়ার হোসেন হাওলাদার দুদকে একটি অভিযোগ করেন। পরে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর আলোচিত বিষয়টি তদন্ত সাপেক্ষে ২০১৪ সালের ৬ই আগস্ট দুদকের উপরিচালক মলয় কুমার সাহা বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা করে। দীর্ঘদিন মামলাটির তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক গাজী মো. শামসুল আরেফিন পৌর মেয়রসহ ১২ জনের বিরুদ্ধে গত ২৮শে মে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় নিম্ন আদালতের বিচারক শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এহসানুল হক ৩০শে জুন পরবর্তী তারিখ ধার্য্য করে জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি বদলি করে দেন। আসামিরা নির্ধারিত তারিখে আদালতে হাজির না হয়ে অনুপস্থিত থাকায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আতাউর রহমান আসামি ১২জনের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। শরীয়তপুর পৌর মেয়র আঃ রব মুন্সির বিরুদ্ধে দুদকের মামলার চার্জশিট আদালত কর্তৃক গ্রহীত হওয়ায় গত ১০ই আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌর মেয়র আঃ রব মুন্সিকে সাময়িক বরখাস্ত করে।
দীর্ঘ ১ মাস ১৯ দিন পলাতক থাকার পর বুধবার ১২ জনের মধ্যে ৯জন আসামি শরীয়তপুর পৌর মেয়র আঃ রব মুন্সি, বিদ্যালয়ের সদস্য সচিব প্রধান শিক্ষক আনোয়ার কামাল, ম্যানেজিং কমিটির সদস্য চিতলিয়া ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ সালাম হাওলাদার, সাবেক শিক্ষক আইউব আলী মল্লিক, বিদ্যালয়ের সদস্য আঃ কুদ্দুস মোল্যা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন সাহা, সংগীতা সাহা, সহকারী প্রধান শিক্ষক রনজিৎ কুমার সাহা ও জমি গ্রহীতা জাহাঙ্গীর আলম কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে আদালতে উপস্থিত হন। এরপর আঃ রব মুন্সি জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখার পর শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্নসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৫নং আসামি মজিবর রহমান হাওলাদার, ৭নং আসামি বেগম আলফাতুন্নেছা ও ১২নং আসামি আঃ সালাম এখনও পলাতক রয়েছে। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখেন।