কাহালুতে সাজাপ্রাপ্ত ৭ মহিলা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১২:০২:৫৪,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৫ | সংবাদটি ২৪৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
গত মঙ্গলবার রাতে কাহালু থানার পুলিশ অর্থঋণ আদালতের মামলায় ৭ জন সাজাপ্রাপ্ত মহিলাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলোÑ উপজেলার ইসবপুর গ্রামের আবদুুর রহিমের স্ত্রী সায়বানী (৪৫), আবদুল হারেছ এর স্ত্রী তারাবানু (৪৮), জাহিদুলের স্ত্রী রুবিয়া (৪৫), হবিবরের স্ত্রী রাহেলা (৫০), নজির উদ্দিনের স্ত্রী মাহমুদা (৪৭), আসাদুরের স্ত্রী মরিয়ম (৪৯) ও সাহেব আলীর স্ত্রী পিয়ারা (৫২)। এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) সমিত কুমার কু-ু জানান, ২০১৩ সালে তাদের বিরুদ্ধে বগুড়ার অর্থঋণ আদালতে দায়েরকৃত মামলায় আদালত তাদের প্রত্যেকের ১ মাস করে কারাদ-াদেশ দেয়।