সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ডিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তা আহত
প্রকাশিত হয়েছে : ১২:০৮:১৮,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৫ | সংবাদটি ২৯৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন টিপুরদীর চৈতি কম্পোজিট এলাকায় গতকাল বিকালে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ ও পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন আহত হয়েছেন। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আবু নাছের ভূঁঞা।