ব্রিটেনে এয়ারশােতে বিমান বিধ্বস্ত, নিহত ৭
প্রকাশিত হয়েছে : ৪:৫৪:৩৭,অপরাহ্ন ২৩ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৬৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
যুক্তরাজ্যে একটি এয়ারশো চলাকালে রাস্তায় দাঁড়ানো কয়েকটি গাড়ির উপর একটি জেট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই বিমান বিধ্বস্ত হওয়ার সময় রাস্তাটিতে ছিল। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। খবর বিবিসি’র।
শনিবার দুপুর সোয়া ১টার দিকে দক্ষিণপূর্ব ইংল্যান্ডের সাসেক্সে এই ঘটনা ঘটে। সাসেক্সের শোরহ্যাম বিমানবন্দরের কাছের এ২৭ রাস্তার উপর হকার হান্টার যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। দক্ষিণের উপকূলীয় শহর ব্রাইটনের কাছের শোরহ্যাম বিমানবন্দরেই এয়ারশোটি অনুষ্ঠিত হচ্ছিল।
বিধ্বস্ত বিমানটির চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যুক্তরাজ্যের দক্ষিণপূর্ব উপকূলীয় অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে ১৪ জন আহতকে চিকিৎসা দিয়েছেন তারা, অপর চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটি চক্রাকার ঘুরে কসরত দেখানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেন, বিমানটি চক্রাকারে ঘুরে সোজা হয়ে সামনের দিকে এগিয়ে আসার সময় খুব নিচের দিকে চলে আসতে থাকে।
গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, পাইলটকে জ্বলন্ত বিমানটি থেকে টেনে বের করা হয়েছে। রবিবার পর্যন্ত চলার কথা থাকলেও দুর্ঘটনার পর শোরহ্যাম এয়ারশো বাতিল করা হয়েছে।