প্রধানমন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আসাদুজ্জামান রিপন
প্রকাশিত হয়েছে : ১১:৫০:০৭,অপরাহ্ন ২৩ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৩০ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান জড়িত বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য দুঃখজনক ও উদ্বেগজনক। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
আসাদুজ্জামান রিপন বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার ব্যাপারে বিএনপির ভিন্নমত নেই। কিন্তু এই ঘটনাকে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করা হলে তা দুঃখজনক।
সংবাদ সম্মেলনে ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়।