অন্য এক আমিন খান
প্রকাশিত হয়েছে : ১:০৮:৩২,অপরাহ্ন ২৪ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৮৫ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
চিত্রনায়ক আমিন খান এবার পর্দার বাইরে অন্য রূপে নিজেকে উপস্থাপন করলেন। পুরোদমে সামাজিক একটি কার্যক্রম শুরু করেছেন তিনি। ‘ভেজালমুক্ত খাদ্যের দেশ, হবেই মোদের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবন নগরের পেয়ারাতলা প্রাইমারি স্কুলে শত শত শিক্ষার্থীর মাঝে ভেজালমুক্ত খাদ্যের দেশ গড়ার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে তার এ কার্যক্রম। গত ২২শে আগস্ট পেয়ারাতলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে খাদ্যে ভেজাল দিলে একে একে যে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি তা তুলে ধরেন আমিন খান এবং ভবিষ্যতে আমরা কেউই যেন খাদ্যে ভেজাল না দিই সে বিষয়ে সবাইকে অঙ্গীকারবদ্ধ করান। এ প্রসঙ্গে তিনি বলেন, শুধু পেয়ারাতলা নয়, খাদ্যে ভেজাল প্রতিরোধে আমি সারা বাংলার মানুষের মাঝে গণসচেতনতা তুলে ধরার চেষ্টা করবো। একজন মানুষ হিসেবে, একজন শিল্পী হিসেবে আমি মনে করি এটি আমার নাগরিক দায়িত্ব। এ কার্যক্রম শুরুর ক্ষেত্রে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই মার্সেল ইলেকট্রনিক্সকে। কারণ তারা আমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আমিন খান তার এ কার্যক্রমে সমাজের সকল স্তরের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শিল্পীদেরও বিশেষভাবে তার পাশে থেকে তাকে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেছেন।