ফুলছড়িতে ডাকাতের গুলিতে আহত ব্যক্তির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০:৫৪:৩৩,অপরাহ্ন ২৪ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩০৭ বার পঠিত
যমুনা চরে ডাকাতের গুলিতে আহত মোহাম্মদ ফরহাদ আলী মুন্সি (৪০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ফুলছড়ি উপজেলার আনন্দবাড়ি চরের বাঙ্গালপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি আনন্দবাড়ি চরের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ফইম উদ্দিনের ছেলে এবং ওই গ্রামের একটি মসজিদের ইমাম।
উল্লেখ্য, শুক্রবার রাতে ডাকাতের গুলিতে আহত হন তিনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন মোল্যা জানান, শুক্রবার রাতে ফরহাদ আলী মুন্সির বাড়িতে তার ছোট বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত ২টার দিকে একদল ডাকাত তাদের বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন বাধা দিলে ডাকাতরা ৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে ফরহাদ আলী মুন্সি ও একই গ্রামের মামুন মিয়া গুরুতর আহত হয়। মামুনকে শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।