ভারতের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে আমন্ত্রণ
প্রকাশিত হয়েছে : ১১:২১:৪৭,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৫৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
ভারতের ৪৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০ থেকে ৩০ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা ও সংগঠনকে উৎসবে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। ফিল্ম প্রোডিউসারস এসোসিয়েশন (এফআইএপিই) স্বীকৃত, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেল অব ইন্ডিয়া (আইএফএফআই) আয়োজিত এই মর্যাদাপূর্ণ উৎসবে বিশ্বের চলচ্চিত্র নির্মাতা ও অনুরাগীরা অংশগ্রহণ করেন। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রতিযোগিতার জন্য থাকবে ‘ফিচার ফিল্ম’। উৎসবের মোট ‘প্রাইজ মানি’ প্রায় দেড় লাখ মার্কিন ডলার। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন ও প্রবেশ ফর্ম ফেস্টিভেল ওয়েব সাইট www.iffi.nic.in-এ পাওয়া যাবে।
বিস্তারিত জানতে টেলিফোন নম্বর-৯১-১১-২৬৪৯৯৩৭১ ও ফ্যাক্স- ৯১-১১-২৬৪৯৭২১৪ এবং ই-মেইল- iffigoa2015@gmail.com/iffifilms@gmail.com এ ফেস্টিভেল ডাইরেক্টর সি সেনথিল রাজনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।