গানের মডেল হলেন ক্রিকেটার আশরাফুল
প্রকাশিত হয়েছে : ৭:৪৪:৫৫,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৩৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
ক্রিকেটার আশরাফুল প্রথম কোনো গানের মডেল হিসেবে কাজ করলেন। আমেরিকা প্রবাসী কণ্ঠশিল্পী সোমা এ রহমান-এর একটি নতুন গানে মডেল হিসেবে অংশ নিলেন তিনি। নিউইয়র্কের একাধিক লোকেশনে গানটির চিত্রায়ণে অংশ নেন তিনি। এ প্রসঙ্গে ক্রিকেটার আশরাফুল বলেন, ‘কণ্ঠশিল্পী সোমার সাথে পরিচয় তার গানের মাধ্যমেই। সেই গান শুনে ভালোলাগা থেকে যখন মডেল হওয়ার অফার করে তখন মিউজিক ভিডিওর গল্পটি আমি শুনতে চাই। পরবর্তীতে গল্পটি ভালো লাগলে আমি রাজি হই। আশা করছি কাজটি সবার কাছেই ভালো লাগবে।’
অন্যদিকে গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী সোমা এ রহমান বলেন, ‘এটা আমার জন্য খুব ভালোলাগার বিষয় যে আমার প্রিয় একজন ক্রিকেটার আমার গানে মডেল হিসেবে কাজ করেছেন। গানের অনুষ্ঠানেই তিনি আমার গান শুনে ভালোলাগার কথা বলেন, পরবর্তীতে তাকে কাজটির অফার করি এবং চমত্কারভাবে তার পার্সোনালিটির সাথে মানানসইভাবেই উপস্থাপন করা হয়েছে।’ গানটি আমেরিকার বাংলাদেশি কমিউনিটির চ্যানেল ছাড়াও বাংলাদেশের একাধিক চ্যানেলে প্রচার করা হবে।