স্টাফ রিপোর্টার,
ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘দুই মাসের মধ্যে রাজধানীর ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত করা হবে।’
বুধবার সকাল সাড়ে ১১টায় নবাবপুর মদনমোহন পাল লেন সংলগ্ন ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, কাঙালি ভোজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
রাজধানী পরিচ্ছন্ন রাখতে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অনুরোধ জানিয়ে বলেন, ‘প্রতিটি নাগরিক যদি তাদের সঠিক দায়িত্ব পালন করে তাহলে নগরীতে আর কোনো ময়লা আবর্জনা থাকবে না।’