১৫ বছরের ছেলের হাতে বাবা খুন
প্রকাশিত হয়েছে : ৮:৩২:৫৪,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৫ | সংবাদটি ২৬৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
কুমিল্লার বরুড়া উপজেলার জয়াগ গ্রামে ১৫ বছর বয়সী ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবদুর রব (৬৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজ পড়তে বলায় বাবা আবদুর রবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় জুয়েল। একপর্যায়ে সে তার বাবার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাতে তার মৃত্যু হয়।
বরুড়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, এ ঘটনায় নিহতের অন্য ছেলে জয়নাল আবেদীন মামলা করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত জুয়েলকে আটক করা যায়নি।