শিশুকে হত্যা, চাচাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ৮:৩৫:০১,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৫ | সংবাদটি ২৬০ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সোহাগ (৮) নামে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার সকালে চরাঞ্চলের একটি পাটক্ষেত থেকে সোহাগের লাশ উদ্ধার করা হয়।
মৃত সোহাগ উপজেলার ফুলবাড়ী গ্রামের মহিদুল ইসলামের ছেলে এবং রামচন্দ্র পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার চাচাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, সোহাগ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি পর সকাল আটটার দিকে চর কাটাখালী গ্রামের একটি পাটক্ষেত থেকে সোহাগের হাত-পা বাঁধা গলা কাটা লাশ উদ্ধার করে সারিয়াকান্দি থানার পুলিশ।
সারিয়াকান্দি থানার ওসি আবু সাইয়িদ মো. ওয়াহেদুজ্জামান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তার চাচা টুকু মিয়া (৫০) ও প্রতিবেশী বকুল মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।