মাহি-শুভর ‘ঢাকা অ্যাটাক’
প্রকাশিত হয়েছে : ৮:৫১:৫৫,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৫০ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
‘অগ্নি’ ও ‘ওয়ার্নিং’-পর মাহিয়া মাহি ও আরিফিন শুভ জুটি বেঁধেছেন ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রে। দীপংকর দীপনের পরিচালনায় এর দৃশ্য ধারণ শুরু হবে নভেম্বর থেকে।
এটি একটি কপ থ্রিলার ধর্মী চলচ্চিত্র বলে জানায় নির্মাতা সূত্র। ইতিমধ্যে আরিফিন শুভ ও মাহিয়া মাহি- দু’জনের সঙ্গেই চুক্তি হয়ে গেছে। ‘ঢাকা অ্যাটাক’ ছবির গল্প সানী সানোয়ারের। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।