দশ মাস বয়সেই গানের মডেল আয়ান
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:০৭,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৬৯ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
সুরকার, সংগীত পরিচালক ও গায়ক আরফিন রুমির ছেলে এসএম আয়ান ইউসুফ মিউজিক ভিডিওর মডেল হয়েছে। আয়ানের বয়স মাত্র ১০ মাস। এ বয়সেই মডেল হয়ে গেলো সে! তাও বাবার গানেই। রুমির ‘মাতি চলো’ গানের ভিডিওতে দেখা যাবে তাকে। গানটি গত বৈশাখে বাজারে এসেছিল। এবার আসবে ভিডিও আকারে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানের কথা জাহিদ আকবরের।
ভিডিওতে আয়ানের অংশগ্রহণের ব্যাপারে আরফিন রুমি বলেন, ‘গানটি বৈশাখের। আর বৈশাখের আনন্দের মাত্রা ছোটরাই বাড়িয়ে তোলে। তবে এটা ঠিক আয়ান অনেক ছোট। আমার ভক্তরা ভিডিওটা দেখে অনেক মজা পাবেন। শিগগির ইউটিউব ও টিভি চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।’
আয়ান তার মায়ের সঙ্গে ১২ সেপ্টেম্বর আমেরিকা যাচ্ছে। ৪ মাস পর ঢাকায় ফিরবে সে।