কারাগার এখন পুনর্বাসন ও সংশোধনের জায়গা: স্বরাষ্ট্র সচিব
প্রকাশিত হয়েছে : ৯:২৫:০৯,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ২৬৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কারাগারগুলোতে অনেক উন্নতি হয়েছে। কারাগার এখন পুনর্বাসন ও সংশোধনের জায়গা।’
শুক্রবার দুপুরে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারাবন্দিদের পুনর্বাসন প্রশিক্ষণ স্কুল ও কারা বেকারির উদ্বোধন এবং মোকাসিন জুতা তৈরীর প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বন্দিরা সাজা শেষে বাড়ি ফিরে যেন স্বাভাবিক পরিবেশে জীবনযাপন করতে পারে সে জন্য কারাগারে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এতে বন্দিরা বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত হওয়ার সুযোগ পাবে।’