‘আমি প্রেম করছি এমনটা ভাবার কোন কারণ নেই’
প্রকাশিত হয়েছে : ৯:৪৮:৩২,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩২২ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
র্যাম্প মডেলিং থেকে চলচ্চিত্রে পাড়ি জমিয়েছেন আইরিন। এরই মধ্যে বেশ আলোচনায়ও এসেছেন তিনি। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন মারুফ কিবরিয়া
এখন কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে?
এ মুহুর্তে এসএহক অলিকের পরিচালনায় ‘এক পৃথিবী প্রেম’ ছবির শুটিং চলছে। এর কাজ প্রায় শেষ। ঈদের আগে পুরো কাজটি শেষ হবে বলে আশা করছি। এই ছবিতে আমার বিপরীতে আছেন আসিফ। এছাড়া সাইফ চন্দনের পরিচালনায় ‘টার্গেট’ নামের একটি ছবির কিছু কাজ বাকি আছে। আমার সহশিল্পী আনিসুর রহমান মিলন ভাই আমেরিকা থেকে আসলেই শুটিংয়ের বাকি অংশের কাজে হাত দেব। পাশাপাশি সুস্ময় সুমনের পরিচালনায় ‘তোকে হেব্বি লাগছে’ নামের আরও একটি ছবির কাজ চলছে। এতে আমার বিপরীতে অভিনয় করছেন মেহমুদ।
‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিটির কি অবস্থা?
এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ১১ই অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। তবে এই দিনটি চূড়ান্ত নয়।
মুক্তি প্রতিক্ষীত অন্য কোন ছবি হাতে রয়েছে?
সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছাড়া এখন গাজীউর রহমানের পরিচালনায় ‘এই তুমি সেই তুমি’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এটিও ৩০শে অক্টোবর পেক্ষাগৃহে আসবে বলে আশা করছি।
এ পর্যন্ত তিনটি ছবি মুক্তি পেয়েছে। পরের ছবিগুলোতে কেমন দর্শক সাড়া প্রত্যাশা করছেন?
এখন পর্যন্ত ‘ভালবাসা জিন্দাবাদ’, ‘টাইম মেশিন’ ও ‘ইউটার্ন’ ছবিগুলো মুক্তি পেয়েছে। দর্শক আমার অভিনয় দেখেছেন। তিনটি ছবিতেই তাদের প্রশংসা পেয়েছি। এটা ধরে রাখতে চাই। মুক্তি প্রতিক্ষীত ছবিগুলো থেকেও যেন ইতিবাচক সাড়া পাই এই প্রত্যাশাই করি। আর আমারও বিশ্বাস, দর্শক আমাকে গ্রহণ করবেন।
এখন চলচ্চিত্রে ডিজিটালাইজেশন এসেছে। আপনি তো এই সময়ে ঢালিউডে পা রেখেছেন। এতে আপনার অভিজ্ঞতা কেমন?
আসলে এখন পর্যন্ত যে কয়টি ছবিতে অভিনয় করেছি তার কোনটি থার্টি ফাইভ ক্যামেরায় দৃশ্যায়ন হয়নি। এটা ঠিক যে চলচ্চিত্রের ডিজিটাল যুগে আমি এসেছি। এটা আমাদের শিল্পের জন্য একটি পজিটিভ দিক বলেই মনে করি। তবে চলচ্চিত্রের এই ডিজিটালাইজেশন যেন শুধু নামেই না হয়। এর সঠিক ব্যবহার করা দরকার। আর সেটা যদি সম্ভব হয় তবেই একটি ভাল ফল পাওয়া যাবে বলে আশা করা যায়।
মডেলিং থেকে সরাসরি চলচ্চিত্রে এসেছেন। নিজেকে নিয়ে মূল্যায়ন কতটুকু?
এখনও ভেবে দেখিনি। আর নিজের মূল্যায়নটা করা খুব কষ্টকর । চেষ্টা করছি অভিনয়টাকে প্রতিনিয়ত আয়ত্ত করার। প্রতিদিনই শিখছি। তাই মূল্যায়নের ব্যাপারে এখনই কিছু বলতে চাই না।
চলচ্চিত্রে আসার পেছনে আপনার অনুপ্রেরণার কথা জানতে চাই…
আমি মূলত র্যাম্প মডেল ছিলাম। চলচ্চিত্রে আসার পেছনে এই কাজটিই আমাকে সাহায্য করেছে। মিডিয়ার সঙ্গে অনেক আগে থেকেই জড়িয়ে আছি। কোন নাটকে কাজ না করেই সরাসরি ফিল্মে কাজ শুরু করেছি। বলতে পারেন মডেলিংই আমার চলচ্চিত্রে আসার অনুপ্রেরণা।
চলচ্চিত্র নিয়ে আপনার পরিকল্পনা কি?
সবে তো শুরু করেছি। নিজেকে আরও বেশি তৈরি করতে হবে। আগেই তো বললাম অভিনয়টা শিখছি প্রতিনিয়ত। এজন্য আমার লম্বা সময় দরকার। আর সেজন্য এ জায়গাটিতে থাকতে চাই। চলচ্চিত্র বড় একটি মাধ্যম। তাই সেটা মাথায় রেখেই নিয়মিত কাজ করছি। সে সঙ্গে শিখছি। সবমিলিয়ে বলতে চাই চলচ্চিত্রের সঙ্গে নিজেকে আরও ভাল করে জড়িয়ে নিতে চাই।
বিয়ে করছেন কবে?
বিয়ে নিয়ে এখনই পরিকল্পনা নেই। এটা তো একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারেন না। আর পরিবারের দিক থেকেও এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেই আপাতত।
বিয়েটা কি নিজের পছন্দে নাকি পরিবারের?
নিজের পছন্দের তো অবশ্যই থাকতে হবে। একজন মানুষের সঙ্গে সারাটা জীবন কাটাবো, আমার পছন্দ তো থাকবেই। আর শুধু আমার একার হলে তো হবে না। পরিবারেরও পছন্দ হতে হবে।
তবে কি প্রেম করছেন?
এ কথা তো আমি বলিনি। আমার পছন্দ-অপছন্দের ব্যাপারটা এলো বলেই যে আমি প্রেম করছি এমনটা ভাবার কোন কারণ নেই। আর এটা একান্তই ব্যক্তিগত বিষয়। আমি চাই এটা আমার মধ্যেই থাকুক।