সিলেটে অনন্ত হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১০:১৯:৫০,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ২৫০ বার পঠিত
সিলেট প্রতিনিধি,
সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে সিলেটের কানাইঘাট থেকে গ্রেপ্তারের পর আলোচিত এ মামলার তদন্ত সংস্থা সিআইডি বিকেলে তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নিয়েছে। সিআইডি জানিয়েছে, তাদের ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ১২ই মে সিলেটের সুবিদবাজারের নুরানী দিঘীর পাড়ে ব্লগার ও গণজাগরন কর্মী অনন্ত বিজয় দাশকে কুপিয়ে খুন করে ঘাতকরা। খুনের ঘটনার পর আনসারুল্লা বাংলাটিম আলোচিত এ ঘটনায় দায় স্বীকার করে। পরবর্তীতে এ ঘটনার তদন্তভার দেয়া হয় ঢাকার সিআইডিকে। সিআইডি জুন মাসে এ ঘটনায় সিলেটের ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে। এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি সিলেটের কানাইঘাটের পূর্ব পালজুর গ্রামে অভিযান চালায়। এ সময় সিআইডি ওই গ্রাম থেকে আবুল মুহিমের দুই পুত্র মান্নান হীরা ওরপে মান্নান এহিয়া ওরপে মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমান ওরপে এ এম নোমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাদের বিকালে সিলেট মুখ্য মহানগর হাকিম সাহেদুল করিমের আদালতে হাজির করে রিমান্ড চায়। আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।