বিতর্কের মুখে কেট ব্ল্যানচেট
প্রকাশিত হয়েছে : ৭:২৯:০৮,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৫২ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন হলিউড অভিনেত্রী কেট ব্ল্যানচেট। এসব ছবির মাধ্যমে আকাশছোঁয়া জনপ্রিয়তাও পেয়েছেন তিনি। সেরা অভিনেত্রী হিসেবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারও জুটেছে তার ভাগ্যে। তবে এতটা বছর পেরিয়ে এসেও একই গতিতে কাজ করে চলেছেন ৪৬ বছর বয়সী এ অভিনেত্রী। সর্বশেষ চলতি বছর ফ্যান্টাসি ছবি ‘সিনড্রেলা’-এর মূল ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন এ তারকা। এবার নতুন কয়েকটি ছবিতে অভিনয় করছেন তিনি। আর নিজের পরবর্তী ছবির মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছেন অন্যতম এ শীর্ষ অভিনেত্রী। টড হায়েনস পরিচালিত বৃটিশ আমেরিকান রোমান্টিক ছবি ‘ক্যারল’ এ অভিনয় করেছেন ব্ল্যানচেট। এ ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছবিতে রোমান্টিক এক তরুণীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে একাধিক তরুণের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যাবে কেট ব্ল্যানচেটকে। এ চরিত্রটি করতে গিয়ে বেশ কয়েকটি যৌন দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তবে এর আগে কোন ছবিতে এতটা উত্তেজক দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি তাকে। তার সর্বাধিক এ যৌন দৃশ্যের ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। পাশাপাশি এ পর্যায়ে এসে এমন চরিত্রে অভিনয় করায় বিতর্কের মুখেও পড়েছেন কেট। তবে বিষয়টি নিয়ে একদমই ভাবছেন না তিনি। বরং এ বিষয়ে কেট ব্ল্যানচেট বলেছেন, আমি চরিত্রের প্রয়োজনে সব কিছুই করতে পারি। কারণ আমি একজন পেশাগত অভিনেত্রী। কারও সমালোচনায় আমি কান দিতে রাজি নই। তবে আমি নিশ্চিত যে এ ছবিটি সবার ভাল লাগবে। কারণ দর্শক নান রকম চমক পাবেন এর মাধ্যমে।