সড়ক দুর্ঘটনায় শিশুসহ এক পরিবারের ৩ জন নিহত
প্রকাশিত হয়েছে : ৮:৪৫:০৮,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৫ | সংবাদটি ২৭২ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলা সদরের বটতলা গ্রামের আব্দুল গুফুরের ছেলে বাবুল (২৮), তার স্ত্রী শিল্পি (২০) ও তাদের একমাত্র শিশু পুত্র ১০ মাস বয়সী আব্দুল্লাহ।
একই ঘটনায় আহত হয়েছেন নিহত বাবুলের বড় ভাই সাইদুর (৩৫), বাদশা (২২) ও নিকট আত্মীয় রিপন (২২)। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাইদুর রহমান জানান, ছোট ভাই বাদশা সৌদ আরব থেকে গতরাতে বাংলাদেশে আসে। আমি, আমার ছোট ভাইয়ের স্ত্রী শিল্পি, ভাই বাবুল, তার ছেলে আব্দুল্লাহ, ও নিকট আত্মীয় রিপন তাকে আনতে ঢাকা বিমান বন্দরের যাই। সৌদি ফেরত ভাই বাদশাকে নিয়ে বাড়ী ফেরার পথে বাট্টাজোড় নতুন বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে নামিয়ে দিলে আমরা এ দুর্ঘটনার কবলে পড়ি। বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ গুলি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। মাইক্রোবাসটির চালকটিকে আটক করা হয়েছে। মাইক্রোবাসটি এখনো পানির নিচে রয়েছে সেটি উদ্ধারের চেষ্টা চলছে।