ঢাকায় মাদরাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৯:০৪:১০,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৫ | সংবাদটি ২১৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
রাজধানীর মতিঝিলে জামিলা দারুল উলুম মাদরাসার আব্দুর রহমান (১৮) নামে এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে মাদরাসার মসজিদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার তালগাছী গ্রামের নুরুল হকের ছেলে। সে ওই মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ঢামেকের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈয়দ আমজাদ আলী জানান, ওই ছাত্র মৃত নিশ্চিত জেনেই শিক্ষকরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু এখানে আসার পর তারা বলেন, আব্দুর রহমান শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।