খালেদার আবেদনে রায় যে কোন দিন
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:৪০,অপরাহ্ন ৩০ আগস্ট ২০১৫ | সংবাদটি ২৪৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার রুল শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান রেখেছে। বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার রিট আবেদনের প্রেক্ষিতে এর কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছিলেন হাইকোর্ট। গত ৯ই এপ্রিল এ মামলাটির কার্যক্রমের স্থগিতাদেশ আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করেন আদালত। এরপর থেকে শুরু হওয়া রুল শুনানি। শুনানিতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন সিনিয়র এডভোকেট এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে শুনানি করেন এডভোকেট মো. খুরশীদ আলম খান।