অস্কারের হাতছানি ‘বাহুবলী’র
প্রকাশিত হয়েছে : ৮:৪৮:১২,অপরাহ্ন ৩১ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৭৩ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
সাম্প্রতিক সময়ের বক্স অফিস কাঁপানো ছবি ‘বাহুবলী’। বিশ্বজুড়ে তুমুল আলোচিত এ ছবিটি অস্কার মনোনয়ন পেতে পারে। শোনা যাচ্ছে, এস এস রাজামৌলির এ ছবিটি ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের দৌড়ে এগিয়ে রয়েছে। ব্যবসায়িক দিক থেকে এ ছবির সাফল্য পেছনে ফেলে দিয়েছে বলিউডের অন্য ছবিকে। স্বভাবতই ‘অস্কার’-এর হাতছানিতে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। সব ঠিক থাকলে ২০১৬-য় অস্কারের জন্য ভারত থেকে মনোনীত হচ্ছে ‘বাহুবলী- দ্য বিগিনিং’। তেলেগু ফিল্ম চেম্বার অব কমার্স এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ‘অস্কার’-এর দৌড়ে ভারতীয় ছবির মনোনয়নের জন্য শর্ট-লিস্টেড হয়েছে এই ছবি। যদি শেষ পর্যন্ত এ দৌড়ে টিকে যায়, তা হলে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির দীর্ঘ ২৯ বছরের খরা কাটাবে ‘বাহুবলী’Ñ এমনটাই বলছেন বোদ্ধারা।