গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি: শনিবার ২০ দলের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৮:০৩:২১,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৩৩ বার পঠিত
গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৫ই সেপ্টেম্বর শনিবার সারাদেশে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। এরআগে রোববার রাতে ২০ দলীয় জোটের বৈঠক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যে বৈঠকে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি প্রণয়ন নিয়ে আলোচনা হয়েছিল। গ্যাস-বিদ্যুতের বর্ধিত দাম মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।