অসিনের পুরস্কার প্রাপ্তিতে হতাশ আনুশকা!
প্রকাশিত হয়েছে : ৮:৩৬:৫৪,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২০ বার পঠিত
বিনোদন ডেস্ক
বলিপাড়ায় নায়িকারা একে অপরকে সহ্য করতে না পারার ব্যাপারটা নতুন কিছু নয়। আর সেটা প্রতিষ্ঠিত নায়িকাদের মধ্যেই বেশি দেখা গেছে এ যাবৎ। তবে এবার ঘটলো নতুন এক কা-। প্রতিষ্ঠিত এক নায়িকা পেছনে লাগলেন নতুন অভিনেত্রীর। দক্ষিণের ছবির পাশাপাশি বলিউডেও দারুণ পারফর্ম করে যাচ্ছেন অভিনেত্রী অসিন। এরই মধ্যে ‘বেস্ট ডেব্যুট্যান্ট ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ নিজের করে নিয়েছেন তিনি। আর সেটাই সহ্য হয়নি বলিউডে আগেই খ্যাতি পাওয়া তারকা অভিনেত্রী আনুশকা শর্মার। অসিনের পুরস্কারে বেশ ক্ষীপ্ত হয়ে উঠেছেন তিনি। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে হতাশায়ও ভুগছেন আনুশকা। সম্প্রতি বলিউড লাইফের এক খবরে সেটাই জানা গেছে। সেখানে আনুশকা তার সাক্ষাৎকারে বলেছেন, দক্ষিণের ছবিতে তো অসিন প্রতিষ্ঠিত তারকা। তাই বলে বলিউডে ভাল সূচনা করায় তাকে পুরস্কার দিতে হবে? তামিল বা তেলেগু থেকে বলিউডে এসে অনেকেই নিজের অবস্থান পাকা করেছেন। তারা তো এখনও সেভাবে স্বীকৃতি পেল না। তাহলে কেন অসিন এই পুরস্কার পেল। এসব দৃশ্য সত্যিই নিজেকে হতাশ করে। আনুশকার এমন বক্তব্যে চারদিকে চলছে নানা গুঞ্জন। প্রতিষ্ঠিত তারকা বলে এভাবে জুনিয়র অভিনেত্রীকে নিয়ে মন্তব্য করায় অনেকে সমালোচনা করছেন তাকে নিয়ে। একজন ভাল পারফর্ম করছেন বলে তাকে প্রকাশ্যে হেয় করাটা মোটেও সুদৃষ্টিতে দেখছেন না অনেকে। অবশ্য এ সমালোচনার জবাব কি দেবেন আনুশকা সেটাই এখন দেখার বিষয়।