কালীগঞ্জ স্ত্রী খুন, স্বামী আটক
প্রকাশিত হয়েছে : ৯:৫৮:৪০,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৪৮ বার পঠিত
সিলেট প্রতিনিধি,
কালীগঞ্জের চুপাইর গ্রামের শঙ্কর চন্দ্র কর তার স্ত্রীকে খুন করেছে। আর এ ঘটনায় গতকাল ঘাতক শঙ্কর চন্দ্র করকে আটক করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাওয়ার্দী হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন গ্রামের মৃত সুনীল চন্দ্র করের ছেলে শঙ্কর চন্দ্র কর (৩৫) কালীগঞ্জের চুপাইর গ্রামের অনিল চন্দ্র রায়ের মেয়ে প্রিয়াংকা চন্দ্র রায়কে (২২) গত ৮ মাস আগে বিয়ে করে। শঙ্কর পেশায় একজন কৃষক। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে টানাপোড়ন চলছিল। কথায় কথায় শঙ্কর স্ত্রীকে মারধর করতো। সোমবার সকালে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসে। পরদিন রাতে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। গতকাল সকাল ৮টায় প্রিয়াংকাকে তার মা ডাকতে গেলে তিনি দেখেন সে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। ঘরের মেঝেতে ভাত ছড়ানো ছিটানো এবং বিছানায় শুয়ে আছে স্বামী শঙ্কর। পরে প্রিয়াংকার মায়ের আর্তচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে শংকরকে আটক করে থানায় খবর দেয়। আর আহত প্রিয়াংকাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার প্রিয়াংকাকে মৃত ঘোষণা করেন। নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্টানুযায়ী তার গলায় এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী আটক শঙ্করকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের লোকজনের সহযোগিতায় শঙ্কর চন্দ্র করকে আটক করতে পেরেছি।