ঘোড়াশালে স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০:১১:৫৩,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৫৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর মেধাবী ছাত্র
সুপ্রিয় সাহা স্বপ্নের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ঘোড়াশাল-ডাঙ্গা সড়কের ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ও ঘোড়াশাল বাজার এলাকার ১ কিলোমিটার রাস্তার দুপাশে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় এলাকাবাসীও মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য সফিকুল ইসলাম, আশাদউল্লাহ মনা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার প্রমুখ।
১৮ই জুলাই ঈদের দিন বিকালে ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়া গ্রামের সুজিত সাহার ছেলে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র সুপ্রিয় সাহা স্বপ্ন (১৫) বন্ধুদের সঙ্গে রথ যাত্রায় অংশ নেয়। সেদিন সন্ধ্যা থেকে সে নিখোঁজ হয়ে যায়। পরদিন শীতলক্ষ্যা নদীতে সুপ্রিয় সাহার লাশ পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সুপ্রিয়ার মাতা পপি রানী সাহা পলাশ থানায় ২৫শে জুলাই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করলে পুলিশ ১৯শে আগস্ট সেন্টু চন্দ্র নামে একজনকে আটক করে।