পুলিশের মটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৮:২১:৪০,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৬৩ বার পঠিত
সাতক্ষীরার তালা উপজেলা যুবলীগের আহবায়ক সরদার জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা একটার দিকে এক পুলিশ অফিসারকে লাঞ্চিত করে মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগে তাকে তালা বাজারের অজিজ গ্যারেজ থেকে গ্রেপ্তার করা হয়।
তালা থানার এএসআই মনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকালে বাজারের আজিজ গ্যারেজ থেকে একটি চোরাই মোটর সাইকেল আটক করা হয়। খপর পেয়ে তালা উপজেলা যুবলীগের আহবায়ক সরদার জাকির ও তার ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার তাকে ঠেলা ধাক্কা দিয়ে মারপিট করতে উদ্যাত হয়। ঘটনার আকস্মিকতায় তিনি করণীয় ঠিক করার আগেই তারা আটক করা মোটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে চলে যায়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান জানান, রেজিষ্ট্রেশন বিহিন মোটর সাইকেল আটকের নামে পুলিশ বিভিন্ন বাসা বাড়ি ও গ্যারেজে রাখা মোটর সাইকেল তুলে নিয়ে মামলা দেয়ার ভয় দেখিয়ে ঘুষ নিচ্ছে। বুধবার বিকালে রেজি: বিহিন মোটর সাইকেল আটক করে এএসআই মনির ঘুষ দাবি করে। এনিয়ে তর্ক বিতর্ক সৃষ্টি হলে তিনি চলে যান। মিথ্যা অভিযোগে তার ভাইকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা সদর সার্কেল এএসপি আনোয়ার সাইদ বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, জাকিরকে আজ দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।