‘শাবি নিয়ে কিছুই বলতে চাই না’
প্রকাশিত হয়েছে : ৮:২৭:৫০,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩১০ বার পঠিত
সিলেট প্রতিনিধি,
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলা ও উপাচার্য বিরোধী চলমান আন্দোলন নিয়ে কোন মন্তব্য করতে চাননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো কিছুই বলতে চাই না। ওখানে একজন মন্ত্রী আছেন (শিক্ষামন্ত্রী) তিনি বিষয়টি দেখবেন। এটা আমার বিষয় নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীই কথা বলবেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সিলেট নগরের রিকাবীবাজার-মীরের ময়দান সড়ক প্রশস্তকরণ, ডিভাইডার নির্মাণ এবং বৈদ্যুতিক পোল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সড়ক প্রশস্তকরণ, কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে অনেক গাছ কাটতে হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাধ্য হয়েই গাছগুলো কেটে ফেলতে হয়েছে। তবে সড়কটি প্রশস্ত হয়ে গেলে সড়কের পাশে এবং সম্ভব হলেডিভাইডারের ভেতরে গাছ লাগানো হবে। তিনি বলেন, সড়কের পাশের গাছপালা পথচারি ও সাধারণ মানুষের জন্য খুবই প্রয়োজনীয়। মানুষজন হাঁটা চলায় এই গাছ সাধারণ মানুষকে ছায়া দেয়। এছাড়াও গাছ পরিবেশের ওপর প্রভাব বিস্তার করে। এ জন্য গাছ লাগানো জরুরি। এরপর মন্ত্রী সিলেটে প্রথমবারের মতো নির্মিত নগরের কোর্টপয়েন্টে ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন।