প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৮:৩৩:৫০,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৫০ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করার অভিযোগে নাটোরের সিংড়ায় শেরকোল এলাকা থেকে বিএনপি’র এক ওয়ার্ড সেক্রেটারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে তথ্য প্রযুক্তি আইনে সিংড়া থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আক্তার হোসেন(৪৫) উপজেলার শেরকোল ইউনিয়ন বিএনপির সেক্রেটারী ও একই ইউনিয়নের রাণীনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, মোখলেছুর রহমান নামে এক ব্যক্তি অভিযোগে উল্লেখ করেন যে, বেশ কিছুদিন থেকে আক্তার হোসেন তার মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সাধারণ মানুষদের দেখাচ্ছে। অভিযোগের সূত্র ধরে একদল পুলিশ বৃহস্পতিবার দুপুরে শেরকোল এলাকা থেকে আক্তারকে আটক করে। অনুসন্ধানের পর বিষয়টির সত্যতা পাওয়ায় পুলিশ এ ব্যাপারে থানায় মামলা দায়ের করে।
সিংড়া উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ দাবী করেন, আক্তার হোসেন স্থানীয় ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক। তবে নব্য আওয়ামী লীগে যোগ দেয়া মোখলেছুর রহমান পূর্ব শত্র“তার জের ধরে আক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।