‘দুই সপ্তাহের মধ্যে রাজন হত্যার আসামিকে ফিরিয়ে আনা হবে’
প্রকাশিত হয়েছে : ৮:১১:১৫,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৪৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
‘সিলেটের আলোচিত শিশু রাজন হত্যার অন্যতম আসামি কামরুল ইসলামকে আগামী দুই সপ্তাহের মধ্যে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে আয়োজিত আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ‘ইউনিস্যাব মান-২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শাহরিয়ার আলম বলেন, কামরুল ইসলাম বর্তমানে সৌদি আরবে আছেন। তাকে দেশে ফিরিয়ে আনার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তাকে দেশে ফিরিয়ে এনে আইনত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে ৭০ বছরে এর অনেক উত্থান-পতন হয়েছে। পতনের চেয়ে উত্থানের পরিমাণ অনেক বেশি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে তাতে জাতিসংঘের ব্যর্থতা ছিল। তখন যেহেতু জাতিসংঘের বয়স ২৫ বছর তাই সেটা রোধ করতে পারেনি। তবে ১ যুগ আগেও রুয়ান্ডাতে মাত্র ৯০ দিনে সাম্প্রদায়িত দাঙ্গায় যে ১০ লক্ষ মানুষ মারা গেছে সেটা বিশ্ব রাজনীতিরই একটি ব্যর্থতা’।