সমাজকল্যাণমন্ত্রী হাসপাতালে
প্রকাশিত হয়েছে : ৮:১৬:৫৮,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৪৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
অসুস্থ হয়ে পড়ায় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। আজ ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে তার মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, চিকিৎসকরা মন্ত্রীকে আইসিইউতে রেখেছেন। সেখানে তার নিয়মিত চিকিৎসা চলছে। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তিনি কখন ছাড়া পাবেন সে বিষয়ে চিকিৎসকরা কিছু বলেননি।