সৌদি আরবে নিরক্ষরতার হার ৩ দশমিক ২১ শতাংশ
প্রকাশিত হয়েছে : ৯:০১:১৭,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৩২ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
সৌদি আরবে নিরক্ষরতার হার হ্রাস পেয়েছে। ২০১৪ সালে দেশটিতে নিরক্ষরতার হার কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ২১ শতাংশে। ১৯৭২ সালে সৌদি আরবে নিরক্ষরতার হার ছিল ৬০ শতাংশের বেশি। সেখানে এখন দেশটিতে স্বাক্ষরতার হার ৯৬ দশমিক ৭৯ শতাংশ। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গ্যাজেট। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ আল-বারাক এক ঘোষণায় এ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, আগামী রোববার বিশ্বব্যাপী আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপনে অংশ নেবে সৌদি আরবও। তিনি আরও বলেন, সৌদি আরব নিরক্ষরতা দূরীকরণে এবং সমাজের সব স্তরে শিক্ষা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।