সৌমিত্র চট্টোপাধ্যায় এখন ঢাকায়
প্রকাশিত হয়েছে : ৯:২২:১৯,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩১৩ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
ঢাকায় এলেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ সকাল ১০টায় তিনি ঢাকায় এসেছেন। ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব’ উদ্বোধন করবেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও বাংলাদেশের বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসি মজুমদার। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় আজ থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী এ উৎসব। এতে দুই বাংলার ১৮টি নাটকের প্রদর্শনী হবে। এছাড়াও থাকবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় কলকাতার নাট্যদল সংস্তব প্রযোজিত নাটক ‘ছাড়িগঙ্গা’ মঞ্চায়ন হবে। এতে অভিনয় করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়। উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন নাট্যজন মামুনুর রশীদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী ও হাসান আরিফ। উৎসবের আহ্বায়ক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করবেন সদস্য সচিব আক্তারুজ্জমান।