বিয়ের পর জেনি…
প্রকাশিত হয়েছে : ৯:৩৭:৪৭,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৩৪ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
গত মাসেই নতুন করে বৈবাহিক জীবন শুরু করেছেন টিভি মিডিয়ার জনপ্রিয় অভিনেত্রী নওরীন হাসান খান জেনি। চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খানের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন পহেলা আগস্ট। বিয়ের বেশ কয়েক দিন আগে থেকেই অনেকটা আড়ালে চলে গেছেন জেনি। আর বিয়ের পরও তার কোন খবর নেই। প্রচার চলতি কয়েকটি নাটকে তাকে দেখা গেলেও বস্তুত এ মুহূর্তে কোন খোঁজ নেই জেনির। একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা জানিয়েছেন, জেনির খবর আমার জানা আছে। বিয়ের পর এখনও কোন কাজ না করলেও আগামী ১২ তারিখ থেকে আমার পরিচালনায় প্রচার চলতি ধারাবাহিক নাটকটির শুটিংয়ে যোগ দেবেন তিনি। কয়েক দিন আগে আমার সঙ্গে কথা হয়েছে জেনির। বর্তমানে ‘নগর আলো’, ‘অফস্ক্রিন’ ‘নির্বিকার মানুষ’ ও ‘নীল নাগরিক’ ধারাবারহিক-গুলোতে অভিনয় করছেন তিনি। বিয়ের পর থেকে সংবাদমাধ্যমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও স্বামী তানভীর খানের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আর সেটার প্রমাণ মিলেছে তানভীর খানেরই ফেসবুক টাইমলাইনে। সেখানে দু’জনের ঘুরে বেড়ানোর বিভিন্ন ছবি পোস্ট করেছেন তানভীর খান। উল্লেখ্য, মডেলিং দিয়ে ছোটবেলাতেই ক্যারিয়ার শুরু করেন জেনি। তিন বছর বয়সে বাবার হাত ধরে বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন তিনি। তিব্বত ৫৭০ সাবানের সেই বিজ্ঞাপনের পর লম্বা একটি বিরতি। এই সময়ে দর্শক মনে রাখার কথা নয়। আর তখনই পূর্ণ তরুণী জেনি পর্দায় আবারও দেখা দেন পন্ডস ডেইলি ফেসওয়াশের বিজ্ঞাপনের মাধ্যমে। জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের বিপরীতে সেই বিজ্ঞাপনের মাধ্যমে তিনি দর্শক মাতিয়েছেন। পরে এ্যাপোলো হসপিটাল, লিপটন ইয়েলো, মেরিল বেবী লোশনসহ বেশকিছু চমৎকার বিজ্ঞাপনে পারফর্ম করে দর্শক মন জয় করে জেনি নাম লেখান অভিনয়ে। এনটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘রমিজের আয়না’র মাধ্যমে নাটকে অভিষেক হয় তার। পরবর্তী সময়ে ‘টুলেট’ ও ‘শান্ত কুটির’সহ বেশ কিছু নাটকে সু-অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নেন জেনি।