‘সংখ্যালঘু নির্যাতনকারীদের ছাড় নয়’
প্রকাশিত হয়েছে : ৭:০০:২৪,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৪৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
সংখ্যালঘু নির্যাতনকারীদের কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আক্রমন হচ্ছে। দোকান ব্যবসা দখল হচ্ছে। এটি আমাদের জন্য বেদনার বিষয়। এই বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টানের। কেউ ধর্মীয় বিভাজন করে লুটপাট করবে স্বাধীন বাংলাদেশে এটি হতে দিতে পারি না। সংখ্যালঘুদের ওপর যারা নির্যাতন করে তারা কাপুরুষ। তাদের কোন ছাড় দেয়া হবে না। বাংলার মাটিতে তাদের ঠাঁই হবে না। আজ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, আওয়ামীলীগের উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ উপস্থিত ছিলেন।