ইন্দ্রাণীকে নিয়ে ছবি বানাচ্ছেন রাখী
প্রকাশিত হয়েছে : ৮:৪৭:৪১,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৪৫ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
শিনা বোরা হত্যাকান্ডে মূল অভিযুক্ত সাবেক চ্যানেল কর্ত্রী ইন্দ্রাণী মুখার্জিকে নিয়ে ছবি বানাচ্ছেন বলিউডের আইটেম গার্ল রাখী সাওয়ান্ত। সব সময়ই শিরোনামে থাকতে ভালবাসেন রাখী। এবার তাই চাঞ্চল্যকর শীনা হত্যা মামলার তদন্তে আসল অভিসন্ধি উন্মোচিত হবার আগেই ইন্দ্রাণী মুখার্জিকে নিয়ে ছবি বানাতে শুরু করেছেন তিনি। ছবির নাম, ’এক কাহানি জুলি কি’ । আর এই ছবিতে বিলাসী জীবনের আকর্ষণে ছুটে চলা ইন্দ্রাণীর চরিত্রে অভিনয় করছেন রাখী নিজে। তিনি জানিয়েছেন, ইন্দ্রাণীর সঙ্গে তার বন্ধুত্ব ছিল। অনেকবার পার্টিতে তিনি ইন্দ্রাণীর সঙ্গে মিলিতও হয়েছিলেন। আর তাই তার দাবি, তিনি ছাড়া আর কে এই চরিত্রে সঠিক নির্বাচন হতো! টুইটারে ইতিমধ্যেই এই ঘোষণা দিয়েছেন রাখী নিজেই । শুটিংও শুরু হয়ে গিয়েছে। ছবিতে শিনার ভুমিকায় অভিনয় করছেন আক্রুতি নাগপাল। আক্রুতি অবশ্য গ্যাংস্টার, গুড্ডু, টারজানের মত ছবিতে অভিনয় করেছেন। তিনিও এই ছবিটি নিয়ে বেশ রোমাঞ্চিত। টুইটারে শুটিংয়ের ছবিও পোস্ট করেছেন। নিজের মেয়ে শিনাকে হত্যা করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন সাবেক চ্যানেল কর্ত্রী ইন্দ্রাণী মুখার্জি। দ্বিতীয় স্বামীকে সঙ্গী করে কয়েক বছর আগে তিনি শিনাকে হত্যা করেছিলেন। এখন তিনি পুলিশ রিমান্ডে। প্রতিদিনই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হত্যার মোটিভ কি ছিল তা জানতে। একাধিক পুরষ সঙ্গীর সঙ্গে জীবন কাটিয়ে শেষ পর্যন্ত অবশ্য ইন্দ্রাণী বিয়ে করেছিলেন একদা স্টার ইন্ডিয়ার সিইও পিটার মুখার্জিকে।